স্তন্যদানে ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমে


সন্তানকে মায়ের দুধ দেওয়া হলে তাতে সন্তানের নানা উপকার হয়, এ কথা নতুন নয়। কিন্তু মায়েরও যে উপকার হয়, সে কথা অনেকেরই জানা নেই। সম্প্রতি গবেষণায় এ ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি। সন্তানকে মায়ের দুধ দানে মায়ের ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি কমে বলে জানিয়েছেন গবেষকরা। আর এ তথ্য সম্প্রতি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। মায়েরা সন্তানকে বুকের দুধ দিলে তা সন্তানের পেটের ভাইরাস থেকে শুরু করে কানের ইনফেকশনও প্রতিরোধ করতে পারে। এ ছাড়া এটি শিশুর আইকিউ বাড়ানো ছাড়াও সার্বিকভাবে শিশুর স্বাস্থ্য উন্নত করতে ভূমিকা রাখে। তবে এ উপকার শুধু শিশুর ওপরই পড়ে না। মায়ের মানসিক সুস্থতায় ভূমিকা রাখে শিশুকে স্তন্যদান। পাশাপাশি এটি সন্তানের সঙ্গে মায়ের নিবিড় যোগাযোগ সৃষ্টি করে। সাম্প্রতিক এক গবেষণায় স্তন্যদানের আরো গুরুত্বপূর্ণ উপকারিতা জানা গেছে। গবেষকরা জানিয়েছেন, স্তন্যদানে মায়ের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি এটি মায়ের ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে। গবেষণাটির ফান্ড যুগিয়েছে মার্কিন ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ ও হিউম্যান ডেভেলপমেন্ট। গবেষকরা এ বিষয়টি জানার জন্য মোট ১,০৩৫ জন নারীর ওপর সমীক্ষা চালান। এতে তাদের সন্তানকে স্তন্যদানের আগের ও পরের ডায়াবেটিসের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। অন্য একটি গবেষণায় ৩৭ হাজার নারীর সন্তানকে স্তন্যদানের তথ্য ও ক্যান্সার বিষয়ে নানা উপাত্ত বিশ্লেষণ করা হয়। গবেষকরা জানান, স্তন্যদানে মায়ের ‘হরমোন রিসেপটিভ নেগেটিভ টিউমার’ হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যায়। এ ছাড়া মায়ের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় অর্ধেক কমে যায়। এ বিষয়ে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে।

Post a Comment