কলম্বিয়ান পপতারকা শাকিরাকে হুমকি! হ্যাঁ, তাই-ই। সারাব্শ্বি যাকে সাদরে গ্রহণ করে তারও যে দুই-চারজন বন্ধু নামের শত্রু থাকতে পারে এবার হয়তো সেটিই মনে হচ্ছে।
হুমকি পেয়েছন এই পপতারকা। একটি সেক্স টেপ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে শাকিরার কাছে দাবি করা হয়েছে মোটা অঙ্কের টাকা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে।
ডেইলি মেইল বলছে, শাকিরার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক স্পেন ও বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের।এই জুটির পারিবারিক আবহে তৈরি একটি 'সেক্স টেপ' ফাঁস করে দেওয়া হবে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন এক ব্যক্তি।
তবে হুমকি নিয়ে এ প্রতিবেদনের বিষয়টি অস্বীকার করেছেন জেরার্ড পিকের মুখপাত্র। এ ব্যাপারে শাকিরার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সপ্তহ দুয়েক আগে রিয়াল মাদ্রিদের স্টাইকার করিম বেঞ্জিমার বিরুদ্ধে তারই এক সতীর্থকে যৌনভিডিও বিষয়ক এক হুমকির ঘটনায় অভিযুক্ত করা হয়। এ ঘট্নায় গ্রেফতারও হন তিনি।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ৩৮ বছর বয়সী শাকিরার সঙ্গে ২৮ বছর বয়সী পিকের সাক্ষাত ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে। ওই বিশ্বকাপের থিম সং এ অংশ নিয়েছিলেন শাকিরা।
দীর্ঘ দিনের জুটি পিকে-শাকিরার দুই ছেলে সন্তান রয়েছে। দুই বছরের মিলান ও ১১ মাসের শাসাকে নিয়ে সুখের সংসার তাদের।
Samakal
Post a Comment