নিমন্ত্রণ ছাড়া বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় পিটিয়ে হত্যা


ভারতের পাঞ্জাবে নিমন্ত্রণ ছাড়াই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কারণে দলিত সম্প্রদায়ের এক লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, মৃত ওই ব্যক্তির নাম জার্নেইল সিং। তার বয়স ৪০ বছর। শুক্রবার বিকালে জার্নেইল সিং ও তার কয়েকজন বন্ধু নিমন্ত্রণ ছাড়াই সানগ্রুর জেলার গাজা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যান। এ সময় বিয়ে অনুষ্ঠানের আয়োজকদের সাথে তার কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে আয়োজকরা তাকে অনেক মারধর করে। এতে সে মারাত্মভাবে আহত হয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান জার্নেইল সিং।

ভুক্তভোগীর ছেলে পুলিশকে জানায়, আমি স্কুল থেকে বাসায় ফিরছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম কয়েকজন লোক আমার বাবাকে পিটাচ্ছে। আমি সাহায্যের জন্য আর্তনাত করলেও কেউ এগিয়ে আসেনি।

পুলিশ এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে। তাদের নামে থানায় হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, এ ঘটনায় গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। তাই সেখানে নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

Post a Comment