রিয়েল লাইফের কাপ্‌ল সিদ্ধার্থ-আলিয়া রিল লাইফে ভাই-বোন!


কানাঘুষো অনেক দিন ধরেই চলছিল। সিদ্ধার্থ মলহোত্র ও আলিয়া ভট্ট নাকি কাপল্‌! যদিও প্রকাশ্যে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। সেই ‘রিয়েল লাইফ কাপ্‌ল’-কেই এ বার রিল-এ দেখা যাবে। তবে কাপ্‌ল হিসেবে নয়। সিদ্ধার্থ-আলিয়া তাঁদের পরবর্তী ছবিতে ভাই-বোন! শকুন বাতরা পরিচালিত ‘কপূর অ্যান্ড সন্স’-এ।
আগামী জানুয়ারিতেই মুক্তি পাবে ছবির ফার্স্ট লুক। এমনটাই জানিয়ে টুইট করেছেন ঋষি কপূর। কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনের মাল্টি-স্টারার কাস্টে থাকবেন ঋষিও। ছবিতে ৯০ বছরের এক বৃদ্ধের ভূমিকায় রয়েছেন তিনি। আর আলিয়া-সিদ্ধার্থের সঙ্গে রয়েছেন পাকিস্তানের হার্টথ্রব ফাওয়াদ খানও। টেলি সিরিজ ছাড়াও প্রথম ছবি ‘খুবসুরত’-য়ে সোনমের সঙ্গে জুটিতে ইতিমধ্যেই এ দেশেও ‘হট প্রপার্টি’ ফাওয়াদ। ‘কপূর অ্যান্ড সন্স’-এ ওই তিন জনই ঋষির নাতি-নাতনি।
এর আগে ইমরান খান-করিনা কপূরকে নিয়ে ‘এক ম্যায় আউর এক তু’ পরিচালনা করেছিলেন এই ছবির পরিচালক শকুন। বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও আলিয়াকে নিয়ে শকুনের তৈরি তথ্যচিত্র ‘আলিয়া ভট্ট— জিনিয়াস অব দ্য ইয়ার’ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
Anandabazar

Post a Comment