এমনিতেই পরিবেশের যেকোনো ধরনের দূষণ স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। আমেরিকার নতুন এক গবেষণায় বলা হয়, যে সকল নারী ডায়াবেটিসে আক্রান্ত তারা দূষণে আরো বেশি আক্রান্ত হয়ে থাকেন। ফক্স নিউজ এক প্রতিবেদনে বায়ু দূষণের সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত নারীদের কার্ডিওভাসকুলার ডিজিসের সম্পর্ক তুলে ধরেছে। আমেরিকার হার্ট অব ব্রিংহাম, ওমেনস হসপিটাল এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করেন। তারা জানান, নারীদের কার্ডিওভাসকুলার সমস্যার সঙ্গে বায়ু দূষণ মারাত্মকভাবে জড়িত। এটা স্বল্প মেয়াদে ও দীর্ঘ মেয়াদে দারুণ ক্ষতিকর। ডায়াবেটিসে আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৫৩৭ জন নারীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে গবেষক দল। ১৯৮৯ সাল থেকে ২০০৬ সালের মধ্যে কার্ডিওভাসকুলার ডিজিসে আক্রান্ত নারীর সংখ্যা ছিল ৬৭৬৭ জন, করোনারি হার্ট ডিজিসে আক্রান্তের সংখ্যা ৩৮৭৮ এবং ৩২৯৫ জন আক্রান্ত হন স্ট্রোকে। পরবর্তীতে দেখা গেছে, দূষণের শিকার নারীদের কার্ডিওভাসকুলার সমস্যা বৃদ্ধির হার বেশি ছিল। বিভিন্ন পাওয়া-প্ল্যান্টের ধোঁয়া এবং রাস্তার ধুলায় ডায়াবেটিসে আক্রান্ত নারীদের হৃদযন্ত্রের সমস্যা অনেক বেড়ে যায়। কার্ডিওভাসকুলার ডিজিসের জন্যে আরো প্রভাবশালী অনুঘটক হয় গাড়ির ধোঁয়া। জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানায়, বাইরের বায়ু দূষণ থেকেই ডায়াবেটিসে আক্রান্ত নারীদের হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ ছাড়া পানি বা শব্দ দূষণ থেকেও বেশ ক্ষতি হয়ে যায়।
ডায়াবেটিসে আক্রান্ত নারীদের বায়ু দূষণে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়
- on 5:03 AM
- No comments
এমনিতেই পরিবেশের যেকোনো ধরনের দূষণ স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। আমেরিকার নতুন এক গবেষণায় বলা হয়, যে সকল নারী ডায়াবেটিসে আক্রান্ত তারা দূষণে আরো বেশি আক্রান্ত হয়ে থাকেন। ফক্স নিউজ এক প্রতিবেদনে বায়ু দূষণের সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত নারীদের কার্ডিওভাসকুলার ডিজিসের সম্পর্ক তুলে ধরেছে। আমেরিকার হার্ট অব ব্রিংহাম, ওমেনস হসপিটাল এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করেন। তারা জানান, নারীদের কার্ডিওভাসকুলার সমস্যার সঙ্গে বায়ু দূষণ মারাত্মকভাবে জড়িত। এটা স্বল্প মেয়াদে ও দীর্ঘ মেয়াদে দারুণ ক্ষতিকর। ডায়াবেটিসে আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৫৩৭ জন নারীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে গবেষক দল। ১৯৮৯ সাল থেকে ২০০৬ সালের মধ্যে কার্ডিওভাসকুলার ডিজিসে আক্রান্ত নারীর সংখ্যা ছিল ৬৭৬৭ জন, করোনারি হার্ট ডিজিসে আক্রান্তের সংখ্যা ৩৮৭৮ এবং ৩২৯৫ জন আক্রান্ত হন স্ট্রোকে। পরবর্তীতে দেখা গেছে, দূষণের শিকার নারীদের কার্ডিওভাসকুলার সমস্যা বৃদ্ধির হার বেশি ছিল। বিভিন্ন পাওয়া-প্ল্যান্টের ধোঁয়া এবং রাস্তার ধুলায় ডায়াবেটিসে আক্রান্ত নারীদের হৃদযন্ত্রের সমস্যা অনেক বেড়ে যায়। কার্ডিওভাসকুলার ডিজিসের জন্যে আরো প্রভাবশালী অনুঘটক হয় গাড়ির ধোঁয়া। জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানায়, বাইরের বায়ু দূষণ থেকেই ডায়াবেটিসে আক্রান্ত নারীদের হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ ছাড়া পানি বা শব্দ দূষণ থেকেও বেশ ক্ষতি হয়ে যায়।
Post a Comment